সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের উদ্যোগে একটি ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর উন্মুক্ত মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে শিল্পীরা সরাসরি ক্যানভাসে ক্যালিগ্রাফি অংকন করবেন। ক্যাম্পটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
ক্যালিগ্রাফি ক্যাম্প পরিদর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আর্ট ক্যাম্প সমন্বয়ক জাহিদুল ইসলাম ও বেলায়েত হোসেন সাকিব।