
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। বিগত ১৭ বছরে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে কোনো যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অবহেলা, বৈষম্য ও লুটপাটের কারণে এ অঞ্চলের মানুষের জীবনমান ক্রমশ অবনতির দিকে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভাগ্য পরিবর্তনে টেকসই উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সিলেটের সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিয়েছিলেন। আজকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
বৃহষ্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও মুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতিশীঘ্রই দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের দোয়া-ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এ অঞ্চলের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উন্নয়নই আমার আজীবনের লক্ষ্য।
মুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল গণির সভাপতিত্বে, মুড়িয়া ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস,যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, সুহেল আহমদ, নুরুল আমিন, উপজেল ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আক্তার অনিক, পৌর সেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দীন দুদু,আলাউদ্দিন আলাই, যুবদল নেতা আসলম উদ্দিন, রাজন আহমদ, খাইরুল ইসলাম প্রমুখ।